মালফূযাতে হাকীমুল উম্মত [২য় খণ্ড]
হাকীমুল উম্মত হযরত থানভী রহ.-এর মালফূযাতের গুরুত্ব
মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দামাত বারাকাতুহুম ১৪৩০ হিজরী শিক্ষাবর্ষে দারুল উলুম করাচীর দাওয়ারে হাদীসের ছাত্রদের সম্বোধন করে বলেন, ‘আমার দৃষ্টিতে বর্তমানকালে দ্বীনের সঠিক বুঝ তৈরি করতে এবং দ্বীনের ওপর আমলের সঠিক নিয়ম জানতে হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর রচনাবলি, তাঁর মাওয়ায়েয ও মালফূযাত-এর চেয়ে অধিক ক্রিয়াশীল কোনো কিছু নেই। এ কথা শুনে কেউ যদি আমাকে ব্যক্তিপূজার অপবাদ দেয়, তা দিক। আর যদি কেউ বলে, এ (ব্যক্তি) পক্ষপাতিত্ব করছে, তা বলুক। কিন্তু (মনে রাখতে হবে) আগে এ কথা আমি বড়দের মুখ থেকে শুনে তাদের ওপর আস্থার ভিত্তিতে মানতাম। আর এখন বুঝে-শুনে উপলব্ধি করে বাস্তবতার নিরিখে বলছি যে, দ্বীনের সঠিক বুঝ ও তার ওপর আমলের রুচি-প্রকৃতি গঠনের যে উপকরণ হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর রচনাবলি, মাওয়ায়েয ও মালফূযাতের মধ্যে পাওয়া যাবে, বর্তমানকালে তা অন্য কোথাও পাওয়া যাবে না। (সূত্র: দাওয়াতে ফিকর ও আমল)
![মালফূযাতে হাকীমুল উম্মত [২য় খণ্ড] মালফূযাতে হাকীমুল উম্মত [২য় খণ্ড]](https://maktabatulashraf.com/image/cache/catalog/Book%20Images/malfujate%20hakimul%20umaat(1+2)-01-600x600.jpg)